মৌলিক ও প্রায়োগিক জীববিজ্ঞানের গভীরতর অনেক খুটিনাটি বিষয় এখানে সংশ্লিষ্ট হলেও মৌলিক ধারনা খামারীগণের থাকা আবশ্যক। বাংলাদেশে দুগ্ধখামারে বহুবিধ প্রজনন স্বাস্থ্য সমস্যার মধ্যে শীর্ষস্থানীয় সমস্যা হোলো বন্ধ্যাত্ব যার ফলে গর্ভধারন না হওয়া, ঋতুচক্রের বিলম্ব বা দীর্ঘসূত্রিতা এবং প্রকারান্তরে খামারে বানিজ্যিক ক্ষতি। তাই আগ্রহী উদ্যোক্তাগণকে এ বিষয়ে সরেজমিন প্রশিক্ষণ গ্রহণ অবশ্যম্ভাবী বলে মনে করা হয়। সুতরাং খাদ্যোপাদান, পুষ্টি, অনুজীব প্রতিরোধ তথা জৈবনিরাপত্তা, পরজীবি নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার মৌলিক ধারনা নেয়া অনিবার্য্য।