গাভীর প্রজনন স্বাস্থ্য, গর্ভকালীন ও নবজতক বাছুরের পরিচর্যা, বৈশিষ্ট, ডাকে আসা, কৃত্রিম প্রজনন এবং প্রসবোত্তর করণীয়

প্রজনন স্বাস্থ্যসংশ্লিষ্টতা, জাতের বৈশিষ্ট, গর্ভস্থ ও নবজাতক বাছুরের যত্ন, ডাকে আসা ও কৃত্রিম প্রজনন করানো, প্রসবোত্তর সামগ্রীক কার্যাদি খামারের সাফল্যের অতি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অসুষঙ্গ


তৈরি করেছেন সর্বশেষ সংষ্করণ: ১৫-সেপ্টেম্বর-২২

এই কোর্সে অন্তর্ভুক্ত

  • 12 লেকচার
  • ট্যাবলেট এবং ফোনে ব্যবহার যোগ্য
  • সনদপত্র

এই কোর্সে শিক্ষার্থীরা কী শিখবে?

গাভীর প্রজনন স্বাস্থ্য
একটি আদর্শ বকনা / গাভীর বৈশিষ্টাবলী
বকনা / গাভী ডাকে আসা (এস্ট্রাস চক্র) বা গরম হবার লক্ষণ
গাভীর প্রজনন কার্যক্রম
কৃত্রিম প্রজননে সতর্কতা
গর্ভবতী বকনা /গাভীর পরিচর্যা
প্রসবকাল
প্রসবোত্তর গাভীর যত্ন ও পরিচর্যা
গাভীর দুধ দোহন
বাছুরের পরিচর্যা
বাছুরের খাদ্য ব্যবস্থাপনা
জন্ম থেকে বাছুরকে দৈনিক দুধ, দানাদার খাদ্য (ঘাসের দুষ্প্রাপ্যতার ক্ষেত্রে স্বল্প পরিমান) ও ঘাস সরবরাহের পরিমাণ

পাঠ্যসূচি

বিস্তৃত করুন

12 লেকচার

১. গাভীর প্রজনন স্বাস্থ্য 1 লেকচার
২. একটি আদর্শ বকনা / গাভীর বৈশিষ্টাবলী 1 লেকচার
৩. বকনা / গাভী ডাকে আসা (এস্ট্রাস চক্র) বা গরম হবার লক্ষণ 1 লেকচার
৪. গাভীর প্রজনন কার্যক্রম 1 লেকচার
৫. কৃত্রিম প্রজননে সতর্কতা 1 লেকচার
৬. গর্ভবতী বকনা /গাভীর পরিচর্যা 1 লেকচার
৭. প্রসবকাল 1 লেকচার
৮. প্রসবোত্তর গাভীর যত্ন ও পরিচর্যা 1 লেকচার
৯. গাভীর দুধ দোহন 1 লেকচার
১০. বাছুরের পরিচর্যা 1 লেকচার
১১. বাছুরের খাদ্য ব্যবস্থাপনা 1 লেকচার
১২. জন্ম থেকে বাছুরকে দৈনিক দুধ, দানাদার খাদ্য (ঘাসের দুষ্প্রাপ্যতার ক্ষেত্রে স্বল্প পরিমান) ও ঘাস সরবরাহের পরিমাণ 1 লেকচার
১৩. কুইজঃ গাভীর প্রজনন স্বাস্থ্য, গর্ভকালীন ও নবজতক বাছুরের পরিচর্যা, বৈশিষ্ট, ডাকে আসা, কৃত্রিম প্রজনন এবং প্রসবোত্তর করণীয় 1 লেকচার

বর্ণনা

মৌলিক ও প্রায়োগিক জীববিজ্ঞানের গভীরতর অনেক খুটিনাটি বিষয় এখানে সংশ্লিষ্ট হলেও মৌলিক ধারনা খামারীগণের থাকা আবশ্যক। বাংলাদেশে দুগ্ধখামারে বহুবিধ প্রজনন স্বাস্থ্য সমস্যার মধ্যে শীর্ষস্থানীয় সমস্যা হোলো বন্ধ্যাত্ব যার ফলে গর্ভধারন না হওয়া, ঋতুচক্রের বিলম্ব বা দীর্ঘসূত্রিতা এবং প্রকারান্তরে খামারে বানিজ্যিক ক্ষতি। তাই আগ্রহী উদ্যোক্তাগণকে এ বিষয়ে সরেজমিন প্রশিক্ষণ গ্রহণ অবশ্যম্ভাবী বলে মনে করা হয়। সুতরাং খাদ্যোপাদান, পুষ্টি, অনুজীব প্রতিরোধ তথা জৈবনিরাপত্তা, পরজীবি নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার মৌলিক ধারনা নেয়া অনিবার্য্য।

সর্বমোট ভিজিটর

১০৭৪৬৪